• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৫৩:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৫৩:৩২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈরী আবহাওয়ায় কুতুবদিয়ায় থমকে গেছে লবণ উৎপাদন

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:০৮:৫৩

বৈরী আবহাওয়ায় কুতুবদিয়ায় থমকে গেছে লবণ উৎপাদন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় শৈত্যপ্রবাহ, কুয়াশাচ্ছন্ন আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে লবণ উৎপাদন। সপ্তাহজুড়ে চলা প্রতিকূল আবহাওয়া কয়েক দিনের মধ্যে পরিবর্তন না হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে লবণ চাষিরা।

উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাওয়ায় চাষিদের যে উৎসাহ জেগেছিল প্রতিকূল আবহাওয়ায় তা অনেকটা দুশ্চিন্তায় পরিণত হয়েছে। হঠাৎ প্রকৃতির প্রতিকূলতায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ন্যায্যমূল্য থাকলেও লবণ উৎপাদনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তারা।

লবণ চাষি ফারুক আহমেদ, জুবায়ের হোসেন, আব্দু রশিদ বলেন, লবণের মাঠ থেকে পলিথিনসহ সব মালামাল গুছিয়ে রেখেছি। যখন আবহাওয়া অনুকূলে আসবে তখন আবার লবণ উৎপাদন শুরু করতে হবে। তবে কেউ কেউ প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করেই অল্প অল্প হলেও লবণ উৎপাদনেরে চেষ্টা করছেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প (বিসিক) কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন বলেন, যেখানে দৈনিক ২৫০ থেকে ৩০০ মণ লবণ উৎপাদিত হয়, সেখানে মাত্র ৫০ থেকে ৬৩ মণ লবণ উৎপাদিত হচ্ছে। উৎপাদন কম হলেও লবণের ন্যায্যমূল্য রয়েছে। তবে, বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিক লবণ উৎপাদন করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩