• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শোকজের জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

৫ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১১:১৪

শোকজের জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী রাস্তা বন্ধ করে সমাবেশ করেননি বলে দাবি করেছেন। তবে সমাবেশ চলাকালে রাস্তায় জনগণের চলাচলে বিঘ্ন ঘটে থাকলে এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির নিকট শোকজের জবাবে তিনি এ কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল।

তিনি জানান, ভবিষ্যতে জনগণ ও যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো ধরনের জনসমাবেশ ও কোনো প্রকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার নিশ্চয়তা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব পাঠিয়েছেন প্রতিমন্ত্রী।

শোকজের লিখিত জবাবে অ‍্যাডভোকেট মো. মাহবুব আলী উল্লেখ করেন, ২ জানুয়ারি চুনারুঘাট মধ্য বাজারে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তার জনসভা ছিল। উক্ত সমাবেশ পূবালী ব‍্যাংকের সামনে করা হয়নি এবং রাস্তাও বন্ধ করা হয়নি। তবুও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের এবং নৌকা পাগল জনগণের বিপুল উপস্থিতির কারণে যানবাহন ও জনগণের চলাচলে কোনো অসুবিধা হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে জনগণ ও যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে কোন ধরনের জনসমাবেশ ও কোন প্রকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার নিশ্চয়তা দিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার প্রার্থনা জানান।

উল্লেখ‍্য, ২ জানুয়ারি এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী চুনারুঘাট মধ্য বাজারে রাস্তার উপর মঞ্চ তৈরি করে একটি নির্বাচনী সমাবেশ করেন। এ সময় আশপাশের রাস্তা পুরো বন্ধ করে দেয়া হয়। ফলে আসামপাড়া, বাল্লা ও জগদীশপুর সড়কে যানবাহন ও জনগণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় ৫ জানুয়ারির মধ্যে প্রার্থী নিজে অথবা তার একজন প্রতিনিধির মাধ্যমে কমিটির কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য গত ২ জানুয়ারি তাকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩