• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৩:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাউফলে নিহত স্কুল ছাত্র নাফিজ ও মারুফের মৃত্যুবার্ষিকী পালিত

২৩ মার্চ ২০২৪ সকাল ১১:০৬:১৩

বাউফলে নিহত স্কুল ছাত্র নাফিজ ও মারুফের মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র বীর মুক্তিযোদ্ধার নাতি মো. নাফিজ মোস্তফা আনসারী (১৬) ও মো. মারুফ হোসেন বাপ্পির (১৬) প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

২২ মার্চ শুক্রবার সকাল ১০টায় নিহতদের পরিবার, এলাকাবাসী, ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীসহ সর্বস্তরের লোকজনদের উপস্থিতিতে শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

২০২৩ সালের ২২ মার্চ স্কুল ছাত্র নাফিজ ও মারুফ স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে তাদের গতিপথ রোধ করে কিছু সংখ্যক সন্ত্রাসী। পূর্ব পরিকল্পনানুযায়ী তাদের সাথে যোগ দেয় রাস্তার পাশে লুকিয়ে থাকা দেশীয় অস্ত্রসহ অন্য সদস্যরা। একপর্যায়ে সবাই মিলে নাফিজ ও মারুফের উপর আকস্মিক আক্রমণ করে। এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে প্রচুর রক্তপাতে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যায়।

সুপরিকল্পিতভাবে নাফিজ ও মারুফকে হত্যা করা হয়ছে বলে জানান নিহতদের স্বজনরা।

এ ঘটনায় মৃত নাফিজের মা নার্গিস বেগম বাদী হয়ে ২০২৩ সালের ২৪ মার্চ মো. রায়হান কাজী (১৮), মো. নাইম হোসেন (১৮), মো. হাসিবুল রহমান (১৬)সহ ৬ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

শোক সভায় অনুষ্ঠানে খুনিদের ফাঁসি চেয়ে ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সুধীজনরা।

এতে সভাপতিত্ব করেন ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম কিবরিয়া এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।

এছাড়াও বক্তব্য রাখেন সাইদুর রহমান, নিহতদের মা নার্গিস বেগম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩