• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫২:২৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫২:২৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণায় শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ

৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০২:৩৮

নেত্রকোণায় শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোনায় বিভিন্ন পরিবহন সেক্টরে জাতীয়তাবাদী শ্রমিকদলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে সড়কে শ্রমিক দলের একপক্ষ মানববন্ধনের প্রস্তুতিকালে শ্রমিকদলের ওপর পক্ষ হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মানববন্ধন পণ্ড হয়ে যায়।

৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা প্রেস ক্লাব সড়কে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সংঘর্ষের অবসান ঘটে।

জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ রিপনের নেতৃত্বে তৌফিক আহমেদসহ কয়েকজন হামলা চালিয়ে নান্টু মিয়া,আজগর আলী, সুজন মিয়া, সাদ্দাম মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতার ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার এসব কার্যকলাপের জন্য সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

সিনিয়র চালক সৈয়দ শাহজাহান আহমেদ বলেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি শুরু করে। এতে শ্রমিকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তার এ চাঁদাবাজি বন্ধে জরুরি ভিত্তিতে শ্রমিক দলসহ প্রশাসনের হস্তক্ষেপ চান পরিবহন শ্রমিকরা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮