• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে ২১দফা দাবিতে ঔষধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

৩১ আগস্ট ২০২৪ সকাল ১১:৪২:১১

কালিয়াকৈরে ২১দফা দাবিতে ঔষধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধ কারখানার শ্রমিকরা ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। ৩১ আগস্ট শনিবার ভোর ৫টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

কারখানার শ্রমিকরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি। প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবারের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। খাবার মান উন্নয়ন করতে হবে।

সব মিলিয়ে ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বিক্ষোভ অবরোধের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য পদক্ষেপ গ্রহণ করে। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে শ্রমিকদের দাবি-দাওয়া শোনা হয় এবং তাদের আইনসম্মত উপায়ে সমাধানের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩