• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:১১:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কাজী মনিরুজ্জামান, ওসি মুহিদুল ইসলাম

১৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০:৩২

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কাজী মনিরুজ্জামান, ওসি মুহিদুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি: টানা তৃতীয় বারেরমত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খুলনা রেঞ্জ অফিসের সভাকক্ষে রেঞ্জ ডিআইজি মঈনুল হকের (বিপিএম-বার, পিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠিত আগষ্ট মাসের ক্রাইম কনফারেন্সে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জুন ও জুলাই মাসেও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরুস্কৃত হয়েছিলেন। আগষ্ট মাসেও পুরুস্কার পেয়ে তিনি খুলনা রেঞ্জে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন।

সভায় আগষ্ট মাসে অপরাধ দমন ও সঠিক সময়ে তদন্ত কাজ সম্পন্ন করায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরুস্কৃত হয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

রেকর্ড পরিমান মাদক উদ্ধার ও ৫৭ সাজাপ্রাপ্ত আসামী আটক করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কৃত হয়েছেন। সভায় রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির পুরুস্কার তুলে দেন।

এছাড়া খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার এস.আই. মো. হাফিজ। এস.আই. হাফিজুর রহমান আগষ্ট মাসে সাতক্ষীরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার, ৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক, ১১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার, জি.আর. মামলার ৬ জন আসামী, সি.আর. মামলার ৪ জন আসামী ও ১৩ জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছেন। এছাড়া এস.আই. হাফিজ ২ জন ভিক্টিম উদ্ধার করেছেন ও ১৫ টি রিকল নিষ্পত্তি করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হয়েছেন।

শ্রেষ্ঠ এ.এস.আই. হিসাবে সাতক্ষীরা থানার এ.এস.আই. শাহানুর রহমান খুলনাা রেঞ্জের শ্রেষ্ঠ হিসেবে পুরুস্কৃত হয়েছেন। এ.এস.আই. শাহানুর ছুটিতে থাকায় তার পক্ষে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজির নিটক থেকে পুরুস্কার গ্রহণ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট)  জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩