• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১০:৩৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১০:৩৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোজাফফর হোসেন

১০ মে ২০২৪ সকাল ১১:৫৫:৩৭

নীলফামারীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোজাফফর হোসেন

নীলফামারী প্রতিনিধি: নিরলস চেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন। তিনি জেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জেলা পর্যায়ে প্রেরণ করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে গঠিত কমিটি সার্বিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণে ৬টি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে জেলা পর্যায়ে রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।

ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শিতা, শিখন-শেখানোর কৌশল ও দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োগসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে একটানা ৫ বছর, জেলা পর্যায়ে ৪ বছর অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে ২০২৩ সালে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন তিনি।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। এতে শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি এ সফলতার পেছনের অংশীদার সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ সাফল্য ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আরো উজ্জ্বল করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:০৬

ফটিকছড়িতে ডাবল মার্ডার মামলার আসামি গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৫২