• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতারা

১২ আগস্ট ২০২৪ সকাল ১১:৩৬:০৫

নেছারাবাদে মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতারা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় হিন্দু ধর্মাবলাম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছেন তারা।

১১ আগস্ট রবিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের আশঙ্কায় রাত জেগে বিএনপি নেতাকর্মীরা। নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্বে একাধিক টিম করে বিভিন্ন বাজার ও ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয়ার চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, নেছারাবাদ উপজেলার গুয়ারেখা, সারেংকাঠী, আটঘর কুড়িয়ানা, পূর্বজলাবাড়ি, ইদিলকাঠি, সমুদয়কাঠী, রামচন্দ্রপুর, দুর্গাকাঠিসহ বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিকে নেছারাবাদ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করে হিন্দু ধর্মালম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায় ও সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, নেছারাবাদ উপজেলার কোনো মানুষ যাতে নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখছি এবং আমার উপজেলায় কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার সকল ধর্মের ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ছাত্র-ছাত্রীদের সাথে একাধিক বৈঠক করেছি। তাদের সাথে আলোচনা করেই আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। সকলকে সাথে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বদাই সকলের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩