• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৫২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৫২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

১২ মার্চ ২০২৫ রাত ০৮:৪১:১১

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন (৪৮) মারা গেছেন।

১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত গোলাম হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার সাহেব পাড়া মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকার ভাড়া বাসায় থাকতেন। আর রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা গেছেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিরও শব্দ শোনা যায়। ছাড়াও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১