সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে এস এস সি এবং এইচ এস সিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২ মার্চ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের গভনিং বডির সভাপতি এ কে এম জাফর উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, মো. নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের গভনিং বডির সদস্য মো. আবু তাহের, গভনিং বডির সদস্য আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী, গভর্নিং বডির সদস্য এস এম নাছির আহম্মেদ, গভনিং বডির সদস্য মো. আবু তাহের, অ্যাড. ভবতোষ নাথ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু।
আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, অত্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অত্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ সালে এস এস সি পরীক্ষায় জি পি এ-৫ প্রাপ্ত ১০ জন ও এইচ এস সিতে জি পি এ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available