• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:০৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:০৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টঙ্গীতে শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৩:৩১

টঙ্গীতে শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গীতে শিশু সুরক্ষা অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদকে শিশুর সংশ্লিষ্টতা, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে টঙ্গীর স্থানীয় ‍একটি রেস্টুরেন্টে টঙ্গী শিশু ও যুব ফোরামের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষা বিষয়ক সংলাপের সার্বিক সহযোগিতা করে টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আমন্ত্রিত অতিথিরা শিশুদের অধিকার সচেতনতায় বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্ববোধ থেকে কথা বলেন।

শিশু সংলাপ অনুষ্ঠানে শিশু ও যুব ফোরামের সাদিয়া জাহান সুবর্ণা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সায়মা তাহসিন পাপড়ি ও জিসান সিকদার আমানের সঞ্চালনায় প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, সমাজসেবা অফিসার জোবায়ের আলম, কাউন্সিলর আমির হোসাইন হামজা, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

বাল্যবিবাহ বন্ধ করতে শিশুশ্রম মাদক পরিষ্কার-পরিচ্ছন্নতা খেলার মাঠ প্রতিষ্ঠা করতে হলে পারিবারিক ও সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আন্তরিকতা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন গাজীপুর যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. হারুনুর রশিদ খান ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ওয়াল্ড ভিশন টঙ্গী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানষ বিশ্বাস, মীর রেজাউল করিম অ্যাডভোকেসি ক্যাম্পিং কোঅর্ডিনেটর, কামনাশীষ নকরেক স্পনসরশিপ সিনিয়র অফিসার, লিজা মিত্র প্রোগ্রাম অফিসার এবং অভিভাবক ও শিশু যুবক ফোরামের সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮