• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪২:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪২:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

৬ মে ২০২৪ বিকাল ০৫:৩৩:৪৯

ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টাবাড়ি মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবি নিয়ে প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ)  পোশাক কারখানার শ্রমিকরা।

৬ মে সোমবার সকালে রাইদা কালেকশনের শ্রমিকরা বেতনের হারে ঈদ বোনাস, কাজের রেট, হাজিরা বোনাস, ডিএমডি মাজাহারুল ইসলাম কর্তৃক ছাঁটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারাখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

পুলিশ জানায়, দাবি আদায়ের জন্য সকালে মহাসড়কে অবস্থান নেয় রাইদা কালেকশন মিলের শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে প্রায় ১০/১২ কিলোমিটার এলাকা জুড়ে যানযটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মো. মিজানুর রহমান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩