• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০১:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০১:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

৪ জুলাই ২০২৪ দুপুর ০২:৫৬:৩৫

জাবি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি: সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা ৪০ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে৷

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ইতিহাস ছাত্র আন্দোলনের ইতিহাস, এই ছাত্র সমাজের বিরুদ্ধে যদি কোনো সীদ্ধান্ত নেওয়া হয় তাহলে সমস্ত বাংলাদেশ অচল করে দেওয়া হবে। পুরো বাংলাদেশের ছাত্রসমাজ আজ একতাবদ্ধ হয়েছে এবং আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করছি। আজ হাইকোর্টে শুনানি দেওয়া কথা থাকলেও সেখানে যে ছলচাতুরী করা হয়েছে অবিলম্বে সেটি শিক্ষার্থীদের পক্ষে না গেলে আরো কঠোর আন্দোলন হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, হাইকোর্ট আজকে কোটা পুনর্বহালের রায় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে, এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। আজ শুনানি দেয়ার কারণে এর উপর আশা রেখে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা এখনো অনির্দিষ্ট সময়ের জন্য কর্মসূচি দেই নাই, তবে আজকের এই আন্দোলন কর্মসূচি থেকে জানাতে চাই, যদি এভাবে কোটা প্রথা বহালের টালবাহানা করা হয়, তাহলে আমরা ছাত্র সমাজ কঠোর কর্মসূচির মাধ্যমে সারা দেশ অচল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

আন্দোলনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী সোহেল বলেন, আজকে আপিল বিভাগের শুনানি থাকার কথা থাকলেও আপিল শুনানি মুলতবি করা হয়েছে, আমরা আশঙ্কা করছি এখানে সময় ক্ষেপনের মাধ্যমে ছাত্র আন্দোলনকে নষ্ট করে দেওয়ার এক চক্রান্ত থাকলেও থাকতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজ আমরা ফের বিক্ষোভ সমাবেশ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা আরো জানিয়ে দিতে চাই, সময়ক্ষেপণের মাধ্যমে শক্তি ক্ষয় করে আন্দোলন থামিয়ে দেওয়ার যদি কোনো চক্রান্ত থাকে তাহলে সেটি পুরোপুরি ব্যর্থ হবে ছাত্র আন্দোলনের মাধ্যমে৷

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরকে প্রশ্ন করা হলে তিনি জানান, কোটা পুনর্বহালের প্রতিবাদের কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় এখানেও শিক্ষার্থীরা প্রতীকী হিসেবে রাস্তা অবরোধ করেছে, অবরোধের সময় এমার্জেন্সি গাড়ি এবং অ্যাম্বুলেন্সগুলো বিকল্প রাস্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে পার করিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, তারা জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং চলমান এইসএসসি পরীক্ষার কথা চিন্তা করে, পরীক্ষা শেষ হবার আগেই অবরোধ করসূচি শেষ করবে।

উল্লেখ্য, এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে ২০১৮ সালের ৪ অক্টোবর নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়।

নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে এ পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাতজন হাইকোর্টে রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল। গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ওইদিন আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন ঠিক করে দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩