• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:৫৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১৮:৫৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, হামলায় ৩ সাংবাদিক আহত

৪ আগস্ট ২০২৪ বিকাল ০৩:২৭:৫৮

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, হামলায় ৩ সাংবাদিক আহত

মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ৪ আগস্ট রোববার সকাল ১০টা থেকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তারা।

আন্দোলনকারীদের হামলায় আজকের পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টিভির মঞ্জুর আলম, এটিএন নিউজের শহিদুল ইসলাম এবং ক্যামেরাম্যান দেওয়ান সাদমান শাওন গুরুতর আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্র্যাফিক পুলিশ বক্সসহ কয়েকটি ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা গেছে, আজ সকাল দশটা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

মহাসড়কের মানরা এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিক্ষোভ করছিলেন।

এদিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। এ পরিস্থিতিতে জেলা শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২