সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) র দুই সদস্যকে সীমান্তে হত্যাচেষ্টা ঘটনায় ২শ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুই চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগারে প্রেরণ করা ব্যক্তিরা হল- জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত গ্রাম মৌলারপাড়ের রফিকুল ইসলামের ছেলে পেশাদার চোরাকারবারি দেলোয়ার হোসেন ও একই গ্রামের রিপন মিয়ার ছেলে অপর পেশাদার চোরাকারবারি মোবারক মিয়া।
সিলেট সেক্টরের, সিলেট ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির জেসিও নায়েব সুবেদার হারুন অর রশীদ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও বিজিবি দুই সদস্যকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে আক্রমণ করে জখম করার অভিযোগ এনে দোয়ারাবাজার থানায় মঙ্গলবার ৩ ডিসেম্বর ওই মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হল- উপজেলার সীমান্ত গ্রাম কলাউড়ার মৃত ফজর আলির ছেলে কাহার দক্ষিণ ক্যাম্পের ঘাটের মৃত রতন আলির ছেলে শুক্কুর আলী, উত্তর কলাউড়া সীমান্ত গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ, একই গ্রামের আব্দুর রশীদের ছেলে আবুল কালাম, সীমান্তগ্রাম শ্রীপুরের আব্দুল কাইয়ুমের ছেলে খালিদ হানান নান্নু সহ অজ্ঞাত নামা ২শ জন।
প্রসঙ্গত, ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে মঙ্গলবার ভোররাতে ৪৮ বিজিবির দোয়রাবাজারের বাংলাবাজার বিওপির টহল দল ১৬১ বস্তা (৩ হাজার ২২০ কেজি) রসুন সীমান্তের মৌলারপাড় থেকে জব্দ করে। বিওপিতে জব্দ করা রসুনের চালান নিয়ে ফেরার পথে সীমান্তে রসুনের চালান ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের ওপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে। এতে দুই বিজিবি সদস্য জখমসহ গুরুতর আহত হন।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, বিজিবি টহল দলের উপর হামলায়, হত্যা চেষ্টা, হুমকি প্রদর্শন সরকারি কাজে বাধা প্রদানে জড়িত দেলোয়ার হোসেন ও মোবারক হোসেন নামক দুই চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। পলাতক ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলামান রয়েছে বলেও জানান ওসি।
বুধবার সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্থানীয় জনসাধারণ, অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানব পাচার, সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে মাদকসহ যে কোন ধরনের চোরাচালান, সীমান্তে অপতৎপরতা প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available