• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৭:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি সনদ ও অর্থ বিতরণ

২৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৮:৪৯

নোয়াখালীতে মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি সনদ ও অর্থ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নরোত্তমপুর ইউনিয়নে মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদ এবং অর্থ বিতরণ করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির হলে লাইফ কেয়ার ইনস্টিটিউট ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা পরিচালক ও হাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড মালিক বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক আবুল হাসেম পাটোয়ারী। যুগ্ম-সম্পাদক বাহার পাটোয়ারী, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মামুন উর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ পাইলট হাই স্কুলে প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক ইসমাইল হোসেন, মীর কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আহমেদ, প্রধান শিক্ষক ওমর ফারুক, প্রধান শিক্ষক রফিক উল্যা, সাংবাদিক ফোরামে সভাপতি মানিকভূঁইয়া, বৃত্তি কমিটি সদস্য বাদশা আলম, মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক শাহরাজ উদ্দিন ফিরোজ, বেগমগঞ্জ মডেল থানার এস আই মোস্তাক আহমেদ প্রমুখ।

বৃত্তি পরীক্ষায় জেলার প্রায় দুইশ’ স্কুলে পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৩০৮ জনকে বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, ১৯৯২ সাল থেকে মফিজ কোম্পানি তথা মফিজ উল্যা এই মেধা বৃত্তি পরীক্ষা চালু করেন, যা আজও চলমান রয়েছে। ভবিষ্যতে সর্বোচ্চ ফলাফলকারী শিক্ষার্থী ও সেরা স্কুল অংশগ্রহণ, অভিবাবক, প্রধান শিক্ষকদের সম্মামনা প্রদান করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩