• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২১:২৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২১:২৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

২৩ জুন ২০২৪ সকাল ০৮:২৯:৩২

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও উজিরপুর পৌর যুবলীগের সহ সভাপতি মো. নাসির উদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২১ জুন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী বাদল হাওলাদার (৪৫) কাউন্সিলরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আহত যুবলীগ নেতা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলা ও জখমের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় ও পুলিশ জানান, উজিরপুর পৌর সভার একটি ঠিকাদারি কাজ নিয়ে উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির উদ্দিন সিকদারের সাথে একই ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. বাদল হাওলাদারের (৪৫) পৌরসভার একটি কাজ নিয়ে বিরোধ তৈরি হয়। বিরোধের জের ধরে শুক্রবার রাতে ইচলাদী বাসস্ট্যান্ডে বাদল হাওলাদার হামলা চালিয়ে নাসির উদ্দিনকে কুপিয়ে জখম করে। বাজারের ব্যবসায়ী ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাসির উদ্দিন সিকদার অভিযোগ করে বলেন, স্থানীয় এক ঠিকাদারের লাইসেন্সে টেন্ডার দিয়ে আমি পৌরসভার একটি কাজ পাই। ওই কাজ নেওয়ার জন্য স্থানীয় সন্ত্রাসী বাদল হাওলাদার (৪৫) আমার উপর চাপ সৃষ্টি করে। আমি কাজ দিতে অস্বীকার করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমি ইচলাদী বাসস্ট্যান্ড রবিনের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলাম।

এ সময় কাজ না দেয়ার জের ধরে বাদল হাওলাদার রবিনের চায়ের দোকানে থাকা সিরামিকের একটি মগ ভেঙ্গে তা দিয়ে আমাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাকে হত্যার উদ্দেশ্যে বাদল ভাঙ্গা ধারালো মগ দিয়ে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করেছে। কাউন্সিলরের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ১১টার দিকে হামলার প্রতিবাদে এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল বের করে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, ঠিকাদারি কাজের বিরোধ নিয়ে বাদল হাওলাদার পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিনকে শুক্রবার গভীর রাতে ভাঙ্গা মগ দিয়ে কুপিয়ে জখম করেছে । এখনো লিখিত কোন অভিযোগ হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০