• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:৩৬:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৯:৩৬:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:১১:২৪

তিতুমীর কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২৬তম শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

এছাড়া ১০৫ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন।

পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ। তিনি ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১১৩ ভোট পেয়ে সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুস সালেহীন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহযোগী অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সরোয়ার মোর্শেদ খান।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী অধ্যাপক প্রতিনিধি সদস্য হয়েছেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম। সর্বশেষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রভাষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হাবিবুন্নবী বাবু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে সশস্ত্র বাহিনী দিবস পালিত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:১৭



এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:২১