• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরস্বতী পূজায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করেছে মৃৎশিল্পীরা

১১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:০২:০৮

সরস্বতী পূজায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করেছে মৃৎশিল্পীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। আর সেই পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উত্তরের জেলা দিনাজপুর খানসামা উপজেলার মৃৎশিল্পীরা। সরস্বতী পূজা আগামী ১৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে উপজেলার মৃৎশিল্পীরা এখন বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরির কাজ করছে।

ইতোমধ্যে প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ। রং-তুলির আঁচড় শেষে পুরোদমে বিক্রি হবে প্রতিমা। এই বেচা-বিক্রি চলবে পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত।

সরেজমিনে উপজেলার পাকেরহাট হাসপাতাল রোড ও বিষ্ণুপুর সেন পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দের প্রতিমার অর্ডার দিতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা।  

জানা যায়, প্রতিমা তৈরির সরঞ্জামাদির মূল্য বৃদ্ধিতে লাভ কম হলেও থেমে নেই মৃৎশিল্পীদের কাজ। সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। হিন্দুধর্মবালম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা থাকে অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

প্রতিমা তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, আকারভেদে প্রতিটি প্রতিমা ৭০০-৩০০০ টাকা দামে বিক্রি করা হয়। বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় কারিগররা তাদের দৈনিক হাজিরার টাকা লাভ করতে পারছে না। যা পাচ্ছে টাই নিয়েই তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছে। 

পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা তৈরির কারিগর নরেশ রায় বলেন, প্রায় ২০ বছর ধরে এই কাজ করছি। নিজের চলার মত উপার্জন হয়। তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লাভ খুব কম। তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরির কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩