ডিআইইউ প্রতিনিধি: ছোট্ট শিশুদের হাতেঘড়ি আর ভক্তদের দেবী বন্দনায় সারাদেশে উদযাপিত হলো সরস্বতী পূজা। ভাল বিদ্যার আশায় দেবীর পায়ে বই সমর্পণ করেছে শিক্ষার্থীরা। তাই অলিখিতভাবে অনেকেরই পড়াশোনা থেকে ছুটি অন্তত ২৪ ঘণ্টা। আজ দেবীর কাছে রাখা বই ফের টেবিলে ফিরবে। বেলপাতায় লিখা হবে দেবতাদের নাম। ফুলসহ পাতা থাকবে বইয়ের ভাঁজে ভাঁজে। শুরু হবে নতুন উদ্যমে শিক্ষার যাত্রা। বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির আশায় প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে এই পূজা করে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের কাছে শ্বেত পদ্মে আসীনা সরস্বতী হলেন বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী, যার হাতে আছে বীণা আর বই। সারাদেশে বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ঐতিহ্যগতভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)।
১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় পূজা।
এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী উপভোগ করছেন আনন্দ।
পূজা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস। পূজার দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, রাত ১২টা ১ মিনিটে মণ্ডপ স্থাপন করা হয়। দুপুর ১২টা ১ মিনিটে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় পূজা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available