গবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গণ বিশ্ববিদ্যালয় বাণী অর্চনা সংঘ এ আয়োজন করে।
১৪ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগী ভক্তরা পুষ্পার্ঘ্য প্রদান করে।
পূজা অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নিউটন গাইন বলেন, 'তিমির রাত্রির অবগুণ্ঠন টুটে বিকশিত হলো জীবনের শতদল, চঞ্চল হয়ে উঠল হংসদূতের পাখা।'
এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available