• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘চৌদ্দগ্রামে পেনশন স্কিমের আওতায় ১২০০ মানুষ’

৬ মে ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:১২

‘চৌদ্দগ্রামে পেনশন স্কিমের আওতায় ১২০০ মানুষ’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম উদ্যোগটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই স্কিমের সদস্য হলে ভবিষ্যতে আর কারও উপর নির্ভরশীল হতে হবে না। যে দেশের সামাজিক নিরাপত্তা যতটা সুরক্ষিত সে দেশের মাপকাঠি ততটা উন্নত। মানুষ নিজের চেষ্টায় যেটা পারে না, রাষ্ট্র যদি সে নিরাপত্তা দেয় সেটাই সামাজিক সুরক্ষা। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠার জন্য এটির কোনো বিকল্প নেই। ইতোমধ্যে চৌদ্দগ্রাম উপজেলায় প্রায় ১ হাজার ২০০ জন পেনশন স্কিমের আওতায় এসেছেন।

৬ মে সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বিষয় অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, নাগরিকের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ১৮-৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক এই পেনশন স্কিমে অংশ নিতে পারবে। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণ ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে পেনশন সুবিধা পাবেন।

চৌদ্দগ্রাম পৌরসভা মিলনায়তনে মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে সভায় কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩