• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১২:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১২:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে প্রতিবন্ধী ব্যবসায়ীকে সহায়তা

২৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৫৭:০৯

সৈয়দপুরে প্রতিবন্ধী ব্যবসায়ীকে সহায়তা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের শারিরীক প্রতিবন্ধী ভুট্টু হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। তারপরেও তিনি ভিক্ষা করেন না। দুপয়সা রোজগারের জন্য সেই হুইল চেয়ারে করে বিস্কিট, চকলেট, খেলনাসহ শিশুদের বিভিন্ন সামগ্রী নিয়ে দোকানে দোকানে দিয়ে বিক্রি করেন। কিন্তু পুজির অভাবে তা কুলিয়ে উঠতে পারছিলেন না। অবশেষে তাকে সহায়তায় এগিয়ে এসেছে সৈয়দপুরের আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।

২৫ অক্টোবর বুধবার দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে ভুট্টুর ক্ষুদ্র ব্যবসা সুন্দরভাবে চালিয়ে নিতে তার হাতে ১২ ধরনের পন্য তুলে দেয়া হয়।  

এসময় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইকু গ্রুপের পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভুট্টুর হাতে ঐ পণ্য সামগ্রীগুলো তুলে দেন। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু, নওশাদ, নুর আলম, অপূর্ব, সামিউল, সিকান্দার আলী, রাজনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু জানান, প্রতিবন্ধীরা যাতে নিজ পায়ে দাড়িয়ে কিছু করতে পারে, আয়-রোজগার হয় সে লক্ষ্যে তাদের স্বাবলম্বী করার চেষ্টা আমাদের। প্রতিবন্ধীদের পুঁজির ব্যবস্থা, ছোট খাটো ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি যাতে তদের কারও কাছে হাত পাততে না হয়। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩