• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:০২:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:০২:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে বিএনপির সহিংসতা বিরোধী সমাবেশ

৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৩:১৯

কালীগঞ্জে বিএনপির সহিংসতা বিরোধী সমাবেশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রজনতার ঐক্যবদ্ধ ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে সহিংসতা বিরোধী সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় দেশে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

৭ আগস্ট বুধবার বিকেল ৪টার দিকে দীর্ঘ ১৬ বছর পর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সার্বিক নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহাবুবার রহমান সভাপতিত্ব করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ সহযোগী সংগঠনের নেতারা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ আওয়ামী স্বৈর শাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ছাত্র-জনতাসহ দেশবাসীর জন্য এক বিশাল বিজয়। এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের।

দেশে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অরাজক পরিবেশ সৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। কোথাও যদি কেউ এমন ঘৃণিত কাজে জড়িত থাকার প্রমাণ মেলে, দল থেকে বহিষ্কারের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে সশস্ত্র বাহিনী দিবস পালিত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:১৭



এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:২১