নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আসলাম বেগ নির্বাচিত হয়েছেন।
৪ ফেব্রুয়ারি রোববার সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ১ টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এ ফলাফল ঘোষণা করেন।
মোট পাঁচটিপদে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম এবং দফতর ও প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণে আসেন।
পর্যবেক্ষণকালে নির্বাচন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে সংগঠনটির পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমি এসে দেখতে পেলাম যে ব্যালট পেপার তৈরি হয়েছে। ব্যালট পেপারে যারা প্রার্থী তাদের নাম মুদ্রিত আছে। ভোটের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। ভোটাররা আসবে তারা গোপন ব্যালটের মধ্যদিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচন ছাড়াও আমি লক্ষ্য করেছি এখানে সমঝোতা, সহযোগিতার মধ্যদিয়েও নেতৃত্ব নির্বাচন হয়েছে। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেও নির্বাচিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। এই যে সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা, এটিই কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র। আমরা এগুতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে অনেক দূরে নিয়ে যেতে চাই।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুল।
উল্লেখ্য, পরবর্তী সাধারণ সভায় গণতন্ত্র অনুসারে বাকি পদ ও সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available