• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২২:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২২:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে সাইবার ক্রাইম রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:৩৪

বেরোবিতে সাইবার ক্রাইম রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাইবার ক্রাইম ও মাদকাসক্তি রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১২ মে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর কেন্দ্রীয় পরীক্ষা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। উপাচার্য বলেন, তথ্য প্রযুক্তির বর্তমান যুগে শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার জন্য ইন্টারনেট ব্যবহার বেড়েছে। ইন্টারনেটের অবাধ বিচরণের পাশাপাশি সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদেরকে আরও সচেতন হতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। সাইবার নিরাপত্তায় করণীয় সম্পর্কে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে মানুষের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বেড়েছে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ যেমন সুবিধা ভোগ করছে, তেমনি কিছু ঝুঁকিও বেড়েছে। দুস্কৃতিকারীরা অনলাইনে বিভিন্ন ধরনের অপরাধ তথা সাইবার প্রতারণা, অর্থ লোপাট, হ্যাকিং, সাইবার অ্যাটাক, সাইবার বুলিং, ম্যালওয়ার ইত্যাদি সংঘটিত করছে। এসকল সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম প্রমুখ।

সেমিনারটি সঞ্চালনা করেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী।

বেরোবি প্রক্টর দফতর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






অ্যান্টিগা টেস্ট নিয়ে যা বললেন মিরাজ
২২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৫৯



জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৯:০৪

কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৪:১৮