• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫০:৫৮

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হেদায়েতুর রহমান সনিকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব–৪। ৪ ফেব্রুয়ারি রোববার রাত পৌনে নয়টার দিকে মানিকগঞ্জ সদর থানার পশ্চিম সেওতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সনি ওই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব–৪–এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, টেকনাফসহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল ক্রয় করে এনে মানিকগঞ্জ, ঢাকাসহ আন্তঃজেলায় বিক্রয় করে আসছিল।

এক পর্যায়ে গত ২০২২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে মানিকগঞ্জ ডিবি পুলিশ বিশেষ অভিযানে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মডেল হাইস্কুল এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় সনি ৩ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে পরবর্তীতে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যায়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে আদালত পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সনিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। তবে সনি মামলা বিচারাধীন চলাকালীন জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ২ বছর যাবৎ পলাতক ছিলো। পরবর্তীতে আদালত আসামি সনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩