রাঙামাটি প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা। এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ ঘোষনা করেছে। এতে সাজেকে আটকা পড়েছেন দেশের বিভিন্ন স্থানথেকে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক।
৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় এটি নিশ্চিত করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
জানা যায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে বাঘাইছড়ি পৌরসভাসহ মোট ৬টি ইউনিয়ন ও এর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় ৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছেক। এসব এলাকার অনেক পরিবারই এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অন্যদেরও নিরাপদে সরিয়ে আনতে মাইকিং করা হচ্ছে।
সাজেক কুড়েঘর রিসোর্টের মালিক জোতেন ত্রিপুরা বলেছেন, সাজেকে এই মুহুর্তে ২০-২৫টির বেশি গাড়ি আটকে পড়েছে। আটকা পড়া পর্যটকের সংখ্যা আনুমানিত ৩ শতাধিকের বেশি হবে বলে ধারনা করা হচ্ছে। পর্যটকরা এখনও নিজেদের বুকিং করা রিসোর্টেই অবস্থান করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেছেন, সাজেকে প্রায় ৩ শতাধিক পর্যটক আটকে রয়েছে বলে আমরা যেনেছি। তাঁদের মধ্যে অনেকেই গতকাল বা তার আগেরদিন সাজেকে এসেছেন। বর্তমানে তারা রিসোর্টে অবস্থান করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available