• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২০:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ ইতালি প্রবাসীর

৩০ আগস্ট ২০২৩ সকাল ০৭:৪১:৫২

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ ইতালি প্রবাসীর

রংপুর ব্যুরো: জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন ইতালি প্রবাসী মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে প্রবাসী মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ‘রংপুর নগরীর পীরজাবাদ, প্রাইম হাসপাতাল সংলগ্ন এলাকায় জমি কিনে চারতলা বিশিষ্ট বাড়ি করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। আমি বিদেশে থাকার কারণে বাড়িতে আমার স্ত্রী মোতাহারা খাতুন একাই থাকেন। প্রতিবেশী আবুল কালাম আজাদ জোর করে আমার বাড়ির দরজা ও চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বিল্ডিং তোলা শুরু করেন। বিষয়টি আমার স্ত্রী আমাকে জানালে আমি তাদের সরকারি বিধি মেনে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বাড়ি করার পরামর্শ দেই। কিন্তু আবুল কালাম আমার কথা না শুনে সিটি কর্পোরেশনের প্লান পাস ছাড়াই বাড়ি করতে থাকেন। আমি নিষেধ করায় আবুল কালাম আজাদ তার স্ত্রী আয়েশা খাতুন ও আব্দুল মতিন মোবাইল ফোনে আমাকে নানান ধরনের হুমকি দেন।’

তিনি আরও জানান, ‘পরে জানতে পারি, আমার পীরজাবাদ এলাকায় আমার নির্মিত চার চারতলা বাড়িটি দখল করার পাঁয়তারাও করছেন তারা। এ খবর জানতে পেরে আমি ছুটি নিয়ে কয়েক দিন আগে ইতালি থেকে আমার বাসায় চলে আসি। ২৭ আগস্ট রোববার সকাল সাড়ে দশটার দিকে প্রাইম হাসপাতালের পাশে একটি হোটেলে বসে চা পান করার সময় বিবাদীগণ আমাকে দেখে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। আমি তাদের বাধা প্রদান করলে তারা আমাকে এলোপাতাড়িভাবে মারপিট করেন। আমি বিদেশে থাকাকালীন তারা আমার স্ত্রী মোতাহারা খাতুনকেও মারপিট করেছিলেন। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হন। বাসায় আসার পর আবারও বিবাদীরা আমার স্ত্রীকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে আমার বাসাটি দখলে নেয়ার পাঁয়তারা করছেন। তাদের ভয়ে আমি নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এছাড়াও বিষয়টি দেখার জন্য সিটি কর্পোরেশনের সার্ভে ও প্লান পাস শাখায় লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা, কোতয়ালী মেট্রো (আরপিএমপি) থানার এএসআই মলয় কুমার জানান, আমার কাছে ইতালি প্রবাসী মাহবুবুর রহমানের অভিযোগটি এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।।

এবিষয়ে আরপিএমপির মিডিয়া সমন্বয়কারী উপপুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, প্রবাসীদের নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য একটি আলাদা সেল রয়েছে। তারপরেও যদি জমি জমা বা বাসা বাড়ি নিয়ে কোনো ঝামেলা হয় সেগুলোও আমরা গুরুত্ব দিয়ে দেখে থাকি। ইতালি প্রবাসী মাহবুবুর রহমানের বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩