চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য, এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের হল রুমে জেলার সিএনজিচালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন এ সাধারণ সভার আয়োজন করে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসগর আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং আইনজীবী মো. শফিক এনায়েতুল্লাহ।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা দেশের সম্পদ। তাদের হাতেই আমরা জনগণ নিরাপদ। তবে দক্ষ শ্রমিক তৈরি প্রতিটি ইউনিয়নের দ্বারা নিশ্চিত করা জরুরি। অদক্ষ শ্রমিক দেশে ও বিদেশে কোনো কাজের যোগ্যতা রাখে না। আর তাই যখনই সমিতিতে কোন চালক অন্তর্ভুক্ত করা হবে তখনই তার লাইসেন্স, দক্ষতা সঠিক করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই সড়কে যে কোন যানবাহন পরিচালনা করতে হবে বলে বক্তারা অভিমত পোষণ করেন।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মনিমুল হক, সহ সভাপতি মো. এনায়েতুল্লাহ, জেলা সিএনজি চালিত অটো রিকশা, মিশুক ও ট্যাক্সির শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. মেসবাউর হক মারুফ, কানসাট সিএনজি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতি, জেলা মালিক সমিতির সেক্রেটারি আনার, সদর উপজেলা সিএনজি সমিতির সভাপতি মো. ওমর ফারুক, শিবগঞ্জ পৌর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. জেম আলীসহ বিভিন্ন শ্রমিক সমিতির প্রায় ৪ শত সদস্য উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available