• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাঠালিয়ায় সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

২৯ জুন ২০২৪ দুপুর ০২:৩৪:৫৫

কাঠালিয়ায় সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় সাপের কামড়ে মো. সেলিম আকন (৬০) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

নিহত সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সত্তার আকনের ছেলে এবং তিনি উপজেলার তালতলা বাজারের তিনি মুদি মনোহারির দোকান দিয়ে ব্যবসা করতেন।

তবে স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় সেলিমের মৃত্যু হয়েছে। ২৯ জুন শনিবার সকালে উপজেলার তালতলা বাজারের সেলিম আকনের মুদি দোকানে বসে একটি সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনদের জানায় যে তাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীর স্বজনদের জানায় তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। এভাবে প্রায় এক ঘণ্টা রেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথি মধ্যে সেলিমের মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার জানান, সাপে কাটার রোগীকে ভ্যাকসিন পুষ করার জন্য রোগীর নিকটতম স্বজনের দাবি পত্রে স্বাক্ষর নেয়ার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুষ করতে পারেননি। পরবর্তীতে স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩