• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৬:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৬:৩৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

২৯ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:৫২

গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কিরন আহমেদ (১২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট বুধবার রাত ৮ টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের বর্ডার পাড়ায় এ ঘটনা ঘটে।

কিরন আহমেদ উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কিরন আহমেদ ঘরে শুয়েছিল। ঘুমের মধ্যে রাত আনুমানিক ৮ টার দিকে তাকে সাপে কামড় দেয়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, গতকাল রাতে শিশু কিরন আহমেদ ঘরে ঘুমিয়ে ছিল। এমন সময় তাকে সাপে কাটে। তবে কি সাপে কেটেছে, তা কেউ দেখতে পায়নি। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে রাত ১২ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  চিকিৎসক ডাক্তার ফারুক আহমেদ বলেন, পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। তাকে সাপে কেটেছিল আনুমানিক রাত আটটার দিকে। আর হাসপাতালে নিয়ে এসেছিল রাত ১ টার দিকে। তারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেছে।

গাংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ জানায়নি। বিষয়গুলো আমাদের জানানো উচিত। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভিশন বাংলাদেশের সভাপতি সফিক, সম্পাদক মিরাজ
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৪:৫০





সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১