• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১২:৪২:৩০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১২:৪২:৩০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের আল্টিমেটাম

৭ মার্চ ২০২৫ সকাল ০৯:০৪:১৮

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের আল্টিমেটাম

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে সাব-রেজিস্ট্রারকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারণের ব্যানারে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল এবং মুহুরীদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা আহবায়ক হাসিবুল হাসান সানজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ফারজান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট জেলার মুখ্য সংগঠক এহসান আহম্মদ নাহিদ, যুগ্ম আহবায়ক আলআমিন ফকির, যুগ্ম আহবায়ক আলিফ মন্ডল, যুগ্ম আহবায়ক মো. আবু ওবায়দা রাজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির কথা তুলে ধরেন এবং এসব অনিয়ম বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে পাঁচবিবির সাব-রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম কামরুল হোসেন বলেন, আজকে সমন্বয়করা অতর্কিত এসে যা করলো আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি নতুন আসছি কাউকে চিনি না। আমাকে ও আমার অফিসের কর্মচারীদের অপমান-অপদস্থ করে ছাত্ররা এজলাসে এসে যে কর্মকান্ড করলো তা সুস্থ মস্তিষ্কের না, তাদের যেসব অভিযোগ আছে তা আমাকে লিখিত দিলে আমি জেলা রেজিস্ট্রারকে অবগত করবো। কিন্তু তারা সে ব্যাপারে কর্ণপাত করলো না।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী জানান, ছাত্রদের এমন আচরণ দুঃখজনক। পাঁচবিবি সাব-রেজিস্ট্রার নতুন যোগদান করেছেন। তবে ছাত্রদের আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জে মানববন্ধন
১৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৪