নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ্মপুরাণ-মনসা গানের আসরগুলো দিনদিন কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে। এক সময় পদ্মপুরাণ/মনসা গানের ব্যাপক দর্শকপ্রিয়তা ছিল দেশের উত্তরের জেলা নাটোরে। মনসা ও নাগের জন্ম, দেবতার তুষ্টি, স্বামীভক্তি আর ভালোবাসার কাহিনীই হলো আবহমান বাংলার এসব ভাসান গানের উপজীব্য।
নাটোরের নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের শ্রী বিমান ঘোষ প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে নিজ বাড়িতে চারদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
চারদিন ধরে ১২ জন শিল্পী পদ্মপুরাণ গান ও গীতিনাট্য পরিবেশন করেন। দূর-দুরান্তর থেকে আসা আত্মীয়-স্বজনসহ এলাকার শতশত শ্রোতাদর্শক এই গান শুনে মুগ্ধ হয়েছে। এ অনুষ্ঠানের বেহুলা-লখীন্দর ও শিব-পার্বতী কিশোরী মেয়েদের বর-কনে সাজিয়ে বিয়ের অসাধারণ মুহূর্তটা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
গানের শিল্পী জেকের আলী, শিমুল বলেন, পদ্মপুরাণ মূলত বেহুলা আর লখীন্দরের গীতনাট্য। তবে আগের মতো এই গান আর হয় না। কোন ব্যক্তি বা পরিবার মনের আশা পূরণের জন্য মাঝে মধ্যে আয়োজন করে।
স্থানীয় এলাকাবাসী সনজিৎ, জয়দেব, নিপেন চন্দ্রসহ অনেকে জানান, আমরা সেই উঠতি বয়সে এ গান শুনেছিলাম। আগে গ্রামে এ গানগুলো বেশ হতো। এখন আর হয় না। অনেক বহু বছর পর এখানে দেখে ভালই লাগলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available