• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে সার-বীজ বিতরণ

১১ জুলাই ২০২৪ বিকাল ০৩:৩০:৩০

রামপালে রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে সার-বীজ বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। ওই সময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, চলতি অর্থ বৎসরে প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে একইভাবে বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় এ উপজেলায় সর্বমোট ২৭ টন বীজ, ৫৪ টন ডিএপি সার ও ৫৪ টন এমওপি সারসহ মোট ১০৮ টন সার বিতরণ করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২