পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় অতিবৃস্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নরসিংদীর পলাশের ৬৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ২৯ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সার-বীজ বিতরণ করা হয়।
পলাশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, শারমিন আক্তার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উওম কুমার দাস প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলার ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড শীতকালীন বীজ, ২৫০ জন কৃষকের মাঝে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০০ জন কৃষকের মাঝে সরিসা ও শীতকালীন বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের প্রনোদনা হিসেবে প্রত্যেক কৃষককে এক হাজার টাকা করেদেয়ার পরিকল্পনা করেছে কৃষি মন্ত্রনালয়। আমরা কৃষকদের মোবাইল বিকাশে তাদের প্রনোদনার টাকা পৌঁছে দিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available