কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষকদের সহায়তার উদ্দেশ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
কর্মসূচির আওতায় ১৪৭০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের কৃষি কার্যক্রমে উৎসাহিত করা লক্ষ্য রাখা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ‘সরকারি সহায়তার মাধ্যমে আমরা কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করতে চাই। এই কর্মসূচির মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং তাদের কৃষি কাজে উৎসাহিত করা হবে। আমরা আশা করছি, এই প্রণোদনা কর্মসূচি সফল হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা, কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় কৃষকরা। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের সমস্যাগুলোও তুলে ধরেন এবং কৃষি উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে এবং তাদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টজনরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available