• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৩:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৪৩:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় সার কারখানা স্থাপনে কৃষি বিপ্লব ঘটবে: শিল্পমন্ত্রী

২৬ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৯:০৭

ভোলায় সার কারখানা স্থাপনে কৃষি বিপ্লব ঘটবে: শিল্পমন্ত্রী

স্টাফ সাপোর্টার, ভোলা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেছেন, ভোলায় সার কারখানা স্থাপন করতে পারলে এ অঞ্চলের কৃষকদের জন্য সার উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবো এবং খাদ্য নিরাপত্তা দিতে পারবো। ভোলাকে আমরা ভ্যাসেল এম্বাচার হিসাবে দেখছি।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভোলার পশ্চিম ইলিশা পয়েন্টে সার কারখানা স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেন, ভোলা তথা বরিশাল বিভাগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি পরিকল্পনা রয়েছে। তিনি পরিকল্পিত ভাবেই ভোলায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলবেন। ভোলাকে আমরা ভেসেল এ্যাম্বালচার হিসাবে দেখছি। আশুগঞ্জে একটি সার কারখানা আছে, এখানেও আমরা একটি সার কারখানা করবো। এ সার কারখানাটি করতে পারলে বিদেশ থেকে আর সার আমদানি করা লাগবে না।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আলী সুজা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

এরপূর্বে শিল্পমন্ত্রী দুপুর ১২টায় হেলিকপ্টারে শেলটেক হেলিপেডে অবতরণ করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন, শেকটেক লি. এর চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর তানবির আহমেদ। পরে শেলটেক সিরামিক ডিসপ্লে সেন্টার উদ্ভোধন শেষে ভোলায় সার কারখানা স্থাপনের জন্য ভোলার পশ্চিম ইলিশা, দক্ষিণ দিঘলদীর বাঘমারা ও বোরহানউদ্দিনের শাহবাজপুর পয়েন্টসহ ৩টি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩