রংপুর ব্যুরো: রংপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শ্যামাসুন্দরী খালটিতে ময়লা, আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে ডেঙ্গু মশাসহ নানা রোগ জীবাণু সৃষ্টি হয়ে খালটি কালা সুন্দরিতে পরিণত হয়েছে। এ কারণে নগরীতে বসবাসকারী বিভিন্ন পেশার মানুষ নানান সমস্যার মুখোমুখি হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
তাই রংপুর সিটি কর্পোরেশনের আওতায় শ্যামাসুন্দরী খালটি পুনরুজ্জীবন ও সচল রাখার উদ্দেশ্যে একযোগে একদিনে পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ ও জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে বিডি ক্লিন নামে বেসরকারি একটি সংস্থা।
১১ মে শনিবার সকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়াম মাঠে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরিচ্ছন্ন কর্মীদের টিম গঠন, জুতা, মুজা, হাতের গ্লোজ ও পরিষ্কারের হাতিয়ারসহ পোকা মাকড়ের হাত থেকে বাঁচতে কৌশল অবলম্বন এবং ঔষধের ব্যবস্থা করা হয়।
পরে আলোচনা শেষে নগীরর চেকপোষ্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে ১০০ পরিচ্ছন্ন কর্মীর ১০টি টিম গঠন করে কাজ শুরু করে। তবে কাজ করতে গিয়ে পোকা মাকড়ের সমস্যাতেও পড়তে হচ্ছে তাদের।
বিডি ক্লিন সংস্থার কর্মীদের সাথে কথা বলে জানা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতায় গড়ব দেশ, এই ধারাবাহিকতায় সারা দেশে কাজ করছেন তারা। রংপুরের ১০ লক্ষ বসবাসকারীর দীর্ঘ দিনের দাবি, শ্যামাসুন্দরী খালটিকে জীবানুমুক্ত করা। মেয়র বিডি ক্লিন সংস্থার সাথে যোগাযোগ করলে সারা দেয় সংস্থাটি।
আজ কাজের মাধ্যমে রংপুরবাসীকে বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মীরা ম্যাসেজ দিয়ে যেতে চাই। পুনরুদ্ধার খালটির গেীরব ফিরিয়ে দিতে চাই। আর পরিষ্কারের পর এভাবেই সবাই যেন পরিষ্কার রাখে। তাহলে এটিকে দেখতে অনেক সুন্দর দেখাবে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি, পুরো খালটি পরিষ্কার করবো। এতে অর্থের প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা সরকারের কাছে চিঠি পাঠাবো। এছাড়াও সাক্ষাতে দেখা করে শ্যামাসুন্দরী খালটি পুনরুদ্ধারের বিষয়ে কথা বলবো। আমার সাধ্য অনুযায়ী রংপুরবাসীকে সুন্দর নগরী উপহার দেয়ার চেষ্টা করবো।
১০ লক্ষ মানুষের ভোগান্তি শ্যামাসুন্দরী খালটি পুনরুদ্ধার হলে মিলবে স্বস্তি। ফিরে পাবে নগরবাসী আবার তাদের নতুন জীবন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available