স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: দেশের অবকাঠামো গত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)’র অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথম বারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট, বিশেষ ভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্রেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রীখাতে এক যুগান্তকারী পদক্ষেপ।
‘নিশ্চিন্তে গড়ি, নিরাপদ বাড়ি’ প্রতিপাদ্য নিয়ে ১৮ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জের দি ওয়ান রেস্টুরেন্টে ‘ঢালাই স্পেশাল সিমেন্টের বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এজিএম (সেলস এন্ড মার্কেটিং) খান জাফর আলতাফ। প্রধান আলোচক ছিলেন এজিএম ( টেকনিকাল সাপোর্ট) বিদ্যুৎ কুমার বনিক। ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো. ইমরান হাসান ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার ( ব্রান্ড) মো. রাকিবুল হাসান, ম্যানেজার ( টেকনিকাল সাপোর্ট) মোহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available