• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৩:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:২৩:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

সিলেটের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহন ও স্ট্যান্ড উচ্ছেদ

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৫২:৩১

সিলেটের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহন ও স্ট্যান্ড উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ওভারব্রিজ। উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রাইডারদের অবৈধ স্ট্যান্ড। নিচে অটোরিকশার ৩টি স্ট্যান্ড। এছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কের বাসও ওভারব্রিজের নিচে সবসময় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে। সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে ওভারব্রিজে উঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে যাত্রীসাধারণ এ সিঁড়ি দিয়ে উঠা-নামা করেন। ফলে রাত-দিন ওভারব্রিজের উপর ও নিচের সড়কে যানজট লেগেই থাকে।

এবার এখান থেকে সব জঞ্জাল সাফ করার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে সেই সিঁড়িটি ভেঙে দিয়েছে পুলিশ।

সিলেট মহানগরজুড়ে সড়কে যত্রযত্র যানবাহন বিশেষ করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড যানজটের প্রধান কারণ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কঠোর পথে হাঁটছে মহানগর পুলিশ। এসএমপি’র নতুন কমিশনার দায়িত্ব নিয়েই রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে ৭ দিন সময় বেঁধে দিয়েছেন। এই ৭ দিন শেষ হবে ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে কঠোর অ্যাকশনে নামবে এসএমপি’র ট্রাফিক পুলিশ।

এসএমপি জানায়, সিলেট মহানগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ চালক-মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়ে বলেছে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।

এছাড়া মহানগরের সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কাজ করছে পুলিশ। সে লক্ষ্যে শনিবার ওভারব্রিজের সেই সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকসহ সকলের সযোগিতা কামনা করেছে এসএমপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩