• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩২:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩২:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অভিনেত্রী রিশতা লাবনী সীমানার মরদেহ নেওয়া হচ্ছে নিজ বাড়ি নকলায়

৪ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:২৪

অভিনেত্রী রিশতা লাবনী সীমানার মরদেহ নেওয়া হচ্ছে নিজ বাড়ি নকলায়

শেরপুর প্রতিনিধি: প্রয়াত অভিনেত্রী রিশতা লাবনী সীমানার মরদেহ নেওয়া হচ্ছে নিজ বাড়ি শেরপুরের নকলায়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেত্রী। ৪ জুন মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেত্রী সীমানা।

মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন। সীমানার বাড়ি নকলা পৌরসভাধীন কায়দা বাজারদী এলাকায়। তার পিতা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নকলার কায়দা বাজারদী গোরস্থান মাঠে মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার।

নকলা ললিতকলা একাডেমি, খেলাঘর, কোর্টফিল্ড, কমল ওস্তাদজী, শিল্পকলায় অভিনয় চর্চা করতেন। এরপরে বিটিভিতে কাজ করা শুরু করেন। তারপর ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা।

এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘সাকিন সারিসুরি’, ‘কলেজ টুডেন’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪