• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১০:৩৫ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১০:৩৫ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা সীমান্ত থেকে এমপি বাহারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আটক

২৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:০৮

কুমিল্লা সীমান্ত থেকে এমপি বাহারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্ত এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ওই আওয়ামী লীগ নেতা অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই নেতার নাম মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ওরফে বাহারের ঘনিষ্ঠ।

বাহাউদ্দীন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। টিপু দীর্ঘদিন ধরে বাহারের হয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন। কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে টিপু মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।

টিপু সুলতানকে আটকের তথ্য ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে নিশ্চিত করেছেন ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বড়জ্বালা বিওপির টহল দল ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পাকা সড়ক এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করে।

বাংলাদেশ-ভারতের সীমান্ত পিলার ২০৭৮/এম হতে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। টিপুর সঙ্গে আটক হওয়া অপর ব্যক্তির নাম মো. মারজানুর রহমান (৪৮)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪