• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১২:০৪:৫২ (23-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১২:০৪:৫২ (23-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

১৫ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৪:২৮

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ অক্টোবর সোমবার দুপুর আড়াইটার দিকে জহুরপুরটেক সীমান্তের সীমান্ত পিলার ২৩/৯-এস এর কাছে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

১৪ অক্টোবর সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৬)।

বিজিবি জানায়, টহল দল সীমান্ত পিলার ২৩/৯-এস এর নিকট দিয়ে এক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। পরে ধাওয়া করে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কাতারের একটি সিমকার্ড, একটি মোবাইল, ২০০ গ্রাম বাদাম ও ২ কেজি খেজুর জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, গত ১০ অক্টোবর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল আলমগীর। এ বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ