• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫৯:৪৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫৯:৪৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে নিজ গ্রামে সংবর্ধনা

১৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৪:০৯

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে নিজ গ্রামে সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার সুর কৃষ্ণ চাকমাকে তার নিজ গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে জুরাছড়ির রাস্তারমাথা গ্রামে পৌছালে স্থানীয়রা তাকে সংবর্ধনা প্রদান করে। এসময় একটি গাড়িতে চড়িয়ে তাকে পুরো গ্রাম ঘোড়ানো হয়। পরে স্থানীয় উদয়ন চাকমা, দয়াকুমার চাকমা, শান্তিময় চাকমা ও তাপস চাকমার উদ্যোগে সুর কৃষ্ণকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। এসময় সুরকৃষ্ণের স্ত্রী টিশি চাকমাসহ গ্রামের শতাধিক নারী-পুরষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার পর নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে সুর কৃষ্ণ বলেন, এটি আমাকে অনেক অনুপ্রাণিত করবে। আমার পরবর্তি লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন ব্যাল্টটিকে ধরে রাখা। আগামী ৩ মাসের মধ্যে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে এবং আমি যদি তার সাথে লড়াইয়ে জিতে যাই তাহলে চ্যাম্পিয়ন বেল্টটি আমার হয়ে যাবে। প্রস্তুতি নিচ্ছি আগামী বছর ইউরোপ ও ল্যাটিন আমেরিকার যেকোনও দেশে খেলতে যাওয়ার। হতে চাই বিশ্ব চ্যাম্পিয়ন।

এসময় তিনি আরও বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক মেধাবী খেলোয়ার আছে, তাদেরকে ঠিকমতো তুলে আনতে টেকসই পদক্ষেপ খুবই কম দেখা যাচ্চে। এটি থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের পাহাড়ের খেলোয়ারদের তুলে এনে পর্যাপ্ত নার্সিং করতে পারলে তারাও দেশের হয়ে সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

সুর কৃষ্ণের জন্ম রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তারমাথা গ্রামে। ১৯৯৫ সালে জন্ম নেয়া এ প্রফেশনাল বক্সার পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে ২০১৮ সালে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বক্সার আলী জ্যাকোর হাত ধরে তার বক্সিংয়ে যাত্রা শুরু।

উল্লেখ্য, এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট শিরোপা জিতেছেন সুর কৃষ্ণ চাকমা। পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর পর এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই অপ্রতিদ্বন্দ্বী রাঙ্গামাটি থেকে উঠে আসা এই সেনসেশনাল বক্সার। নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে ৮ রাউন্ডে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ