• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:০২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

তীব্র লোডশেডিংয়ে বোরো ধান নিয়ে শঙ্কায় কৃষক

৬ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩২:১২

তীব্র লোডশেডিংয়ে বোরো ধান নিয়ে শঙ্কায় কৃষক

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত কয়েক দিন ধরে রৌমারী ও রাজীবপুর উপজেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সেচের অভাবে চলতি মৌসুমে সাড়ে ১৩ হাজার হেক্টর জমির বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছে কৃষক।

এ বিষয়ে রাজীবপুর উপজেলার কৃষক আলম, আলমাজ বলেন, বোরো ধান আমাদের প্রধান ফসল। বর্তমানে ধানের ছড়া বের হওয়ার সময় হয়েছে। এ মুহূর্তে সব সময় জমিতে পানি রাখতে হবে। পানি না থাকলে ধান চিটা হয়ে যাবে। কিন্তু গত কয়েক দিন ধরে বিদ্যুৎ আসে আর যায়।

রাজীবপুর বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, রাজীবপুর বাজারে বিদ্যুৎ আসে আর যায়। এভাবে হলে আমরা কীভাবে ব্যবসা করি? দিন শেষে রাতে বাড়িতে গিয়ে এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। গরমে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হয়।

এ বিষয়ে রাজীবপুর  উপজেলা কৃষি অফিসার মো. রতন মিয়া বলেন, এ সময় বোরো ধানের জমিতে পানি না থাকলে ধান চিটা হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয় বিএডিসির সাথে যোগাযোগ করে বলা হয়েছে, যাতে রাতের বেলায় লোডশেডিং একটু কম করে। পাশাপাশি জমিতে নিয়মিত ছত্রাক নাশক ঔষধ ব্যবহর করার জন্যও পরামর্শ দেয়া হচ্ছে।

এ বিষয়ে রৌমারী পল্লী বিদ্যুতের ডিজিএমের মোবাইলে একাধিকবার কলা করা হলেও রিসিভ না হওয়ায় কোনো তথ্য নেয়া সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩