• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ০৭:৫৭:০০ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ০৭:৫৭:০০ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রূপগঞ্জে সড়কবিহীন সেতু খসে পড়ছে পলেস্তারা

১৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৮:১৩

রূপগঞ্জে সড়কবিহীন সেতু খসে পড়ছে পলেস্তারা

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০৯ সালে একটি ছোট সেতু নির্মাণ করা হলেও এলাকাবাসীর কোনো কাজেই আসেনি। দীর্ঘ ১৫ বছর ধরে সেতুটি ঠাঁয় দাঁড়িয়ে থাকলেও অদ্যাবধি কোনো সংযোগ সড়ক হয়নি। রূপগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুশুরী গ্রাম থেকে মুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ কাচারীবাড়ি এলাকার একমাত্র সড়কে এ সেতুটি নির্মাণ করা হয়। তবে সেতুর সঙ্গে নয়, পাশ দিয়ে বয়ে গেছে একটি সরু রাস্তা।

জানা গেছে, ২০০৮-০৯ অর্থ বছরে এলজিএসপির অর্থায়নে ১ লাখ ৭২ হাজার টাকায় মুশুরী এলাকায় একটি কালভার্ট সেতু নির্মাণ করা হয়। সেতুটি ২৭ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থে নির্মাণ করা হয়। সেতুর একপাশে রেলিং করা হলেও অপরপ্রান্তে করা হয়নি। তৎকালীন সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকবর কনস্ট্রাকশনের মালিক আকবর আলী খোকন সেতুটি নির্মাণ করেন।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হলেও আজ পর্যন্ত কোনো কাজেই আসেনি। বরং সেতু নির্মাণের পর ৫-৬ বছর মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করতো। পরবর্তীতে সেতুর পাশ দিয়ে একটি সরু রাস্তা নির্মাণ করা হয়।  এখন সেতুর পলেস্তারা খসে পরছে।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব হাবিব উল্লাহ জানান, ২০০৮-০৯ অর্থ বছরে মুশুরী এলাকায় এলজিএসপির অর্থায়নে ১ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুর নির্মাণের পর অদ্যাবধি সেতুর এক পাশের রেলিং ও সংযোগ সড়ক করা হয়নি। সেতুটি জনসাধারণের কোনো কাজে আসছে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: শফিকুল আলম
১৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩:৪০



বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে পুরস্কার বিতরণ
১৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:৩০