নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের কৃতি সন্তান ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপনসহ ওয়াকার-উজ-জামানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নকলায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
২৮ জুন শুক্রবার বাদজুমা উপজেলার চন্দ্রকোণা বাজারের মিয়াবাড়ী জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় এবং সর্বসাধারণের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিয়াবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবক ইরাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মিয়াবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সমাজ সেবক মো. মোকশেদুল হক শিবলু, চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, বায়েজিদ ট্রেডাসের মালিক সোহেল রানা ও মিয়াবাড়ী জামে মসজিদের খতিব প্রমুখ।
এ সময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ জুন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক অফিস আদেশে ২৩ জুন অপরাহ্ন থেকে শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদান করে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। ওই অফিস আদেশ মোতাবেক ২৩ জুন রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available