• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:২২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:২২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

৫ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৮:৩১

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: অবৈধ পথে নিয়ে আসা ১৫৩ পিস ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। এসব কাপড়ের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা। ৫ অক্টোবর শনিবার ভোর রাতের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এ কাপড়গুলো জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় কাপড় মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গায় প্রবেশ হয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো. হারুনের নেতৃত্বে সি টাইপ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড়ের দুটি বস্তা চৌধুরীঘাট এলাকায় রাস্তার উপর ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জিন্সের প্যান্ট ২৭টি, টি শার্ট, ৬৬টি শার্ট, ৪৪টি কলার টি শার্ট,  মোট ১৫৩টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দ কাপড়গুলো যথাযথ জমা করনের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০