• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩৮:৪৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩৮:৪৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে কাজ করছে: সেনা প্রধান

১৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৪:৪৬

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে কাজ করছে: সেনা প্রধান

স্টাফ রিপোর্টার, সাভার: সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে দেশের ভাবমূর্তি উজ্জল করাসহ দেশের কল্যাণমুখী সব কাজ করছে।

১৭ সেপ্টেম্বর রোববার সকালে কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এর কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া)।

এ সময় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান পরবর্তীতে মতবিনিময় করেন।

তিনি কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনীর আধুনিকায়ণের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে কোর অব মিলিটারি পুলিশের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুর্নব্যক্ত করেন।

সম্মেলনে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), পিএসওগণ, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি, পরিচালক পিএস পরিদফতর, পরিচালক এডহক মিলিটারি পুলিশ পরিদফতর এবং কমান্ড্যান্ট, সিএমপি সেন্টার এন্ড স্কুলসহ কোরের সকল ইউনিট অধিনায়কগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঝাড়খণ্ডে ভরাডুবি হলো ক্ষমতাসীন বিজেপির
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৬



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬